রবিবার চন্দ্রকোণায় সভা করতে গিয়ে টলিউডের কলাকুশলীদের ৯৯ শতাংশ দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যিনি নিজেও টলিউড অভিনেতা। সেদিন নাম করে দেব, বনি সেনগুপ্ত, সায়নী ঘোষকে কটাক্ষও করেন তিনি। ইতিমধ্যেই সায়নী তাঁকে জবাব দিয়েছেন। এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন চিরঞ্জিত চক্রবর্তী। বারাসতের তৃণমূল বিধায়ক তথা টলিউড অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তাঁর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, হিরণের সঙ্গে যদি দুর্নীতির যোগ না থাকে তাহলে তিনি এত কিছু জানছেন কীভাবে?
শুধু তাই নয়। হিরণকে অভিনেতা হিসেবেই গুরুত্ব দিলেন না চিরঞ্জিত। তাঁর সাফ কথা, ‘হিরণকে আমি চিনি না তেমন। কী ছবি করেছে সেটাও বলতে পারব না। এত কম ছবি করেছে, কম সাফল্য পেয়েছে যে দর্শকরাও বোধহয় নাম মনে করতে পারবে না।’ এর পরই তিনি প্রশ্ন তোলেন দুর্নীতির সঙ্গে যোগ না থাকলে হিরণ এত কিছু জানলেন কী করে? তাঁর দাবি, ‘আমার মনে হিরণ নিজেও এই ৯৯ শতাংশের মধ্যেই পড়েন। নিজে বোধহয় অন্যদের থেকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত। যদি সেটা না হয় তাহলে এত জানলেন কী কর!’
