দুর্যোগের মেঘ খানিকটা কাটলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বাংলা। আজ মঙ্গলবার সারাদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি, সপ্তাহান্তে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্র ও শনিবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। শিলাবৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূলের জেলা দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃষ্টি বেশি হবে। তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
প্রসঙ্গত, আজ কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরের নীচের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আবহাওয়ার বদল বারে বারেই হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বুধবার। এদিকে ঘূর্ণাবর্তও রয়েছে। দুইয়ের জেরে ৩০ এবং ৩১শে মার্চ উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। ভারতের মৌসম বিভাগের (আইএমডি) ওয়েদার আপডেট অনুযায়ী, প্রবল ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লী এবং পশ্চিম উত্তরপ্রদেশে।
