বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গণ্ডারেএ কারণে সারা বিশ্বে বিখ্যাত বিজেপি শাসিত আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান। সেই কাজিরাঙাতেই ব্যাঘ্র প্রকল্পের উন্নয়নের খাতে বরাদ্দ করা হয়েছিল ১ কোটি টাকা। কিন্তু সেই অর্থ খরচ হয়ে গেল রাষ্ট্রপতির আতিথেয়তা করতে! রোহিত চৌধুরি নামে এক সমাজকর্মীর আরটিআই প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন কাজিরাঙার আধিকারিকরা। ২০২২ সালে কাজিরাঙা সফরে গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সময়েই নাকি খরচ হয়েছে ওই বিপুল অর্থ।
গত বছরের মে মাসে কাজিরাঙার আয় ব্যয় সংক্রান্ত হিসাব সম্পর্কে জানতে চেয়ে আরটিআই আবেদন করেন রোহিত। কাজিরাঙা ফিল্ড ডিরেক্টর নভেম্বর মাসে সেই আবেদনের উত্তর দেন। সেখানেই সাফ জানানো হয়, ১ কোটি ১ লক্ষ টাকা খরচ হয়েছে রামনাথ কোবিন্দের সফরে। রাষ্ট্রপতির যাবতীয় খরচের পাশাপাশি তাঁর জন্য সাজিয়ে তোলা হয়েছিল কাজিরাঙার থাকার জায়গাটি। রাষ্ট্রপতির নানা বিলাসবহুল সুবিধার ব্যবস্থা করতে বিপুল খরচ হয়েছে বলে জানা গিয়েছে। কাজিরাঙার ফিল্ড ডিরেক্টর জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরের জন্য ব্যাঘ্র উন্নয়ন তহবিল থেকে ১.১ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও বন্যপ্রাণ উন্নয়নের আরেকটি তহবিল থেকেও ৫১ লক্ষ টাকা খরচ হয় রাষ্ট্রপতির সফরে। রামনাথ কোবিন্দ ও তাঁর সফরসঙ্গীদের আতিথেয়তা করতে কেন কাজিরাঙার তহবিলে হাত পড়ল, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠেছে।
