গত বৃহস্পতিবার সুরাতের আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। আর শাস্তি হওয়ার পরই ২৪ ঘণ্টা কাটার আগেই জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে সাংসদ পদ খুইয়েছেন তিনি। এই ঘটনার পরই নিজের টুইটারের বায়োতে সাংসদ পরিচয় বদলে “বহিস্কৃত সাংসদ” লিখেছেন রাহুল। এবার তুঘলক রোডের বাংলোও ছেড়ে দিতে চলেছেন তিনি। সরকারি বাংলো ছাড়ার নোটিস পেয়ে নিজেই এ কথা জানিয়েছেন সোনিয়া পুত্র। তিনি সরকারি আদেশের মান্যতা রাখবেন বলেই জানিয়ে দিয়েছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ।
লোকসভার হাউজ়িং কমিটির পাঠানো নোটিসের পাওয়ার পর একটি চিঠি পাঠিয়ে রাহুল জানান, ‘জনগণের ইচ্ছায় গত চার বারের সাংসদ হওয়ার সুবাদে আমি এখানে ভাল সময় কাটিয়েছি। এখানে আমার সুখের স্মৃতিও তৈরি হয়েছে। আমার অধিকারের প্রতি পক্ষপাত না করে আমি চিঠিতে থাকা নির্দেশ মেনে নেব।’ উল্লেখ্য, সোমবারই কংগ্রেস নেতাকে এক মাসের মধ্যে তাঁর সরকারি বাংলো খালি করে দেওয়ার নোটিস দেয় লোকসভার হাউজ়িং কমিটি। রাহুল ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ। তাই নিয়ম মেনেই দিল্লিতে ১২ তুঘলক লেনে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা ছিল এত দিন। ২০০৫ থেকে তিনি ওই বাংলোয় থাকছিলেন।