মঙ্গলবার সিঙ্গুরে রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করতে গিয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রতনপুর মাঠের সভামঞ্চ থেকেই কেন্দ্রের মোদী সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি। বললেন, ‘কেন্দ্র এক টাকাও দিচ্ছে না। রাজ্যের ২২ জেলায় ৩০ হাজার গ্রামে রাস্তা তৈরি হবে। আর রাজ্যের টাকাতেই গ্রামীণ রাস্তার কাজ শুরু হবে। রাজ্য সরকারের টাকায় ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির কাজ হচ্ছে। রাস্তা তৈরির কাজ দেওয়া হবে জব কার্ড হোল্ডারদের। কেন্দ্রকে বোঝাতে হবে রাজ্যের বুদ্ধি আছে। কারণ জব কার্ড, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। রাস্তা তৈরি করতে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে।’
তিনি জানান, ‘আজকে বাংলায় ১২ হাজার কিলোমিটারের বেশি রাস্তা পুনর্নির্মাণ করা হবে। রাজ্যের সব কটা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হবে। সিঙ্গুর থেকে এটা শুরু করলাম। অন্যান্য জায়গাতেও কাজ শুরু করে দিন। এই রাস্তা তৈরি করতে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে। সেই টাকার এক পয়সাও দিল্লির টাকা নয়। রাজ্যের টাকা। জিএসটি করার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সব থেকে বড় ভুল হয়েছিল সমর্থন করা। আমরা ভেবেছিলাম, এতে রাজ্যের লাভ হবে। এখন দেখছি, একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। জব কার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে না। গ্রামীণ আবাস যোজনা, ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে।’
