এই মুহূর্তে চলছে মুসলিমদের রমজান মাস। আর তার মধ্যেই মুসলিম সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী এক মাস স্কুল ছুটির আগেই বেরিয়ে যেতে পারবেন তাঁরা। হ্যাঁ, গোটা রমজান মাসজুড়ে মুসলমান শিক্ষক ও শিক্ষাকর্মীদের দুপুর সাড়ে তিনটেয় স্কুল থেকে বেরোনোর অনুমতি দেওয়া হবে।
সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ দফতরের ২০১১ সালের ২ আগস্টের নির্দেশিকা অনুযায়ী এই অনুমতি দেওয়া হয়েছে। পর্ষদ অধীনস্থ সব স্কুলের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই বিশেষ সুবিধা পাবেন।
