হাতে আর বেশিদিন নেই। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে আজ মঙ্গলবার ‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বাংলা রাজ্য রাজনীতির মোড় ঘোরানো সিঙ্গুর থেকেই রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা।
এই প্রকল্পের আওতায় এ রাজ্যে মোট ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হবে । মেরামতি হবে পুরনো রাস্তারও । শাসক দলের মহিলা সংগঠনের পক্ষ থেকে গ্রামে বৈঠক করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। পরে দিদির সুরক্ষা কবজ অভিযান হয়। এই দুই ক্ষেত্রেই মানুষ অভিযোগ জানিয়েছিলেন গ্রামীণ রাস্তার বেহাল দশা নিয়ে। তাই পঞ্চায়েতের আগে জনতার সমস্যা সমাধানে এবার রাস্তাশ্রী নিয়ে আসরে মমতা।
