বিশ্বভারতীর উপাচার্য নিযুক্ত হওয়ার পর থেকেই একাধিক বার বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। শুধু তাই নয়। তাঁর আমলে বারবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছে রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান। এবার বিদ্যুৎ চক্রবর্তীকে সরাতে চেয়ে রাষ্ট্রপতিকে খোলা চিঠি দিলেন বুদ্ধিজীবীরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, আশ্রমিকরাও রয়েছেন। মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে এমনই ক্ষোভের আঁচ বিশ্বভারতীতে।
উল্লেখ্য, বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বারবারই রাজনৈতিক কার্যকলাপ ও বিজেপি নেতাদের যাতায়াত দেখা যাচ্ছে কবিগুরুর ঐতিহ্যবাহী বিশ্বভারতীতে। এ নিয়ে আগেই তীব্র বিতর্ক শুরু হয়েছিল শান্তিনিকেতনে। বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রত্যক্ষভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন বলেও এর আগে অভিযোগ উঠেছে। আর সম্প্রতি পাঠভবন এলাকায় এবিভিপির জেনারেল সেক্রেটারি ইয়াগেলকা শুক্লাকে ছাত্রদের সঙ্গে বৈঠক করার অনুমতি দিয়ে ফের বিতর্কে জড়িয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল অন্যান্য ছাত্র সংগঠনকে।
