এবার রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বাড়ানোর পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শেষে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুইয়াঁ জানান, নতুন অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বাড়তে চলেছে। ২০২২ সালে সরকারি কর্মচারীরা উৎসব বোনাস বাবদ ৪৮০০ টাকা করে পেতেন। চলতি বছরে তাঁরা এই খাতে ৫৩০০ টাকা করে পাবেন। আগে যে সকল কর্মচারী ৩৭ হাজার টাকা বা তার কম বেতন পেতেন, তাঁরাই এই বোনাস পাওয়ার অধিকারী হতেন। বেতনের এই ঊর্ধ্বসীমা এ বার ২ হাজার টাকা বাড়িয়ে ৩৯ হাজার টাকা করা হল।
অন্যদিকে, ৩৯ হাজার থেকে ৪৯ হাজার টাকার মধ্যে যাঁরা বেতন পান, তাঁদের উৎসব অগ্রিম বাবদ প্রাপ্য অর্থের পরিমাণও বাড়ানো হল। আগে এই খাতে ১৪ হাজার টাকা পাওয়া যেত। পরিবর্তিত সিদ্ধান্তে ১৬ হাজার টাকা করে পাওয়া যাবে। এর পাশাপাশি, পেনশনভোগীদের অ্যাড হক ভাতার পরিমাণও বাড়ানো হল। আগে এই বাবদ ২৭০০ টাকা পাওয়া যেত। এ বার থেকে ২৯০০ টাকা পাওয়া যাবে। ৩৩ হাজার টাকা বা তার বেশি বেতন পেতেন, এমন সরকারি কর্মচারীরা এই ভাতা পেতেন। এ বার সেই ঊর্ধ্বসীমা কমিয়ে ৩২ হাজার করা হল।
