চলছে আগামী ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। দুরন্ত ছন্দে শুরু করেছে পর্তুগাল। রবিবার রাতেও জয় পেল তারা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের সুবাদে অ্যাওয়ে ম্যাচে ৬-০ গোলে লাক্সেমবার্গকে হারাল রবার্তো মার্তিনেজের দল। রোনাল্ডো ছাড়া গোল করেছেন জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিয়ো ও রাফায়েল লিয়ো। পাশাপাশি জয় পেয়েছে ইতালিও। মাল্টাকে ২-০ গোলে হারিয়েছে তারা। গোল করেন মাতেও রেতেগি। এ ছাড়া একটি গোল আত্মঘাতী। অন্যদিকে অব্যাহত ইংল্যান্ডের জয়যাত্রা। অ্যাওয়ে ম্যাচে ইতালিকে হারানোর পরে রবিবার ২-০ গোলে ইউক্রেনকে হারিয়ে দিলেন হ্যারি কেনরা।
রবিবার ম্যাচের ৩৭ মিনিটে সাকার বাড়ানো বল ধরে গোল করে যান হ্যারি। তিন মিনিটের মধ্যে হেন্ডারসনের সাজিয়ে দেওয়া বল থেকে গোল করতে ভুল করেননি ইংল্যান্ডের তরুণ তারকা সাকা। জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথগেট। “ইতালির বিরুদ্ধে যে আগ্রাসী মনোভাব নিয়ে দল খেলেছিল, সেই মেজাজই ধরে রেখেছিল হ্যারি কেনরা। এই দলের খেলা দেখে আমি সন্তুষ্ট। এই ছন্দ ধরে রাখতে হবে’’, জানিয়েছেন তিনি। পাশাপাশি, নতুন ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে বড় জয় পেল স্পেন। শনিবার ৩-০ গোলে হারিয়েছে নরওয়েকে হারাল তারা। জয়ের নেপথ্যে রয়েছেন ৩২ বছর বয়সি হোসে লুইস মাতোর (হোসেলু) চমৎকার পারফরম্যান্স। জাতীয় দলে অভিষেক ম্যাচেই জোড়া গোল করলেন স্পেনীয় স্ট্রাইকার ‘‘এত দিনের পরিশ্রমের মূল্য পেলাম। মনে হচ্ছে, আমি যেন ১৮ বছরের কিশোর’’, জানিয়েছেন তিনি।
