আরও একটি স্বর্ণপদক এল ভারতের ঘরে। রবিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭৫ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার ক্যাটলিন অ্যান পার্কারকে হারিয়ে দিলেন লভলিনা বরগোঁহাই। যে চার জন ফাইনালে উঠেছিলেন, প্রত্যেকেই সোনা জিতলেন। উল্লেখ্য, গত বছর অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা। সেমিফাইনালে হেরে গিয়েছিলেন তুরস্ক এলনাজ সুরমেনেলির কাছে। কিন্তু দেশের মাটিতে হওয়ার বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনও ভুল করেননি তিনি। প্রথম থেকেই প্রত্যয়ী ছিলেন সোনা জয়ের ব্যাপারে। সামনে যে প্রতিপক্ষ এসেছে, সহজেই উড়িয়ে দিয়েছেন। ফাইনালেও দেখা গেল একই রকম দাপট। প্রতিপক্ষকে কার্যত নাজেহাল করলেন তিনি। অলিম্পিক্সের পদক জেতার পর রাতারাতি খ্যাতির শিরোনামে চলে এসেছিলেন লভলিনা। অসমের প্রত্যন্ত গ্রাম থেকে তাঁর উঠে আসার কাহিনী অনুপ্রাণিত করেছিল অনেককেই। অলিম্পিক্সে পদক জিতে ফেরার পর তাঁকে বরণ করে নিয়েছিল সারা গ্রাম।
প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসের আগে বিতর্কে জড়ান লভলিনা। তাঁর কোচকে গেমস ভিলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে এক হাত নেন বক্সিং ফেডারেশনকে। পরে অনুমতি মেলে। কিন্তু পাল্টা লভলিনাকে খোঁচা দিতে ছাড়েননি কর্তারা। কমনওয়েলথে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু মনোযোগ ঠিক রেখে বিশ্বমঞ্চে সাফল্য পেলেন অসমের বক্সার। উল্লেখ্য, শনিবার লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিযোগী লুৎসাইখান আলতানসেতসেগকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন নীতু। ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন সুইটি বোরা। লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে তিনি হারান চিনের ওয়াং লিনাকে। ভারতের সপ্তম বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন সুইটি। রবিবার সন্ধেয় ফাইনালে সোনা জেতেন নিখাত জারিন। ভিয়েতনামের গুয়েন থি তামকে ৫-০ ব্যবধানে হারান তিনি।
