পরপর দুবার মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করলেন নিখাত জারিন। এবছরও ৫০ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। মেরি কমের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা, যিনি একাধিক বার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন। শনিবার নীতু ঘাঙ্ঘাস, সুইটি বোরা সোনা এনে দিয়েছিলেন ভারতকে। রবিবার তৃতীয় সোনা দিলেন এনে জারিন। ফাইনালে ভিয়েতনামের গুয়েন থি তামকে ৫-০ ব্যবধানে হারান জারিন। প্রথম থেকেই বিপক্ষকে চাপে রেখেছিলেন তিনি। থি তাম কিছুটা লড়াই করার চেষ্টা করলেও লাভ হয়নি। জারিনের দ্বিতীয় বার সোনা জেতার পথে বাধা হয়ে উঠতে পারেননি তিনি।
প্রসঙ্গত, জারিনের জন্ম তেলেঙ্গানার নিজামাবাদে। তাঁর বাবা নিজে খেলোয়াড় ছিলেন। সেই কারণে চেয়েছিলেন, চার মেয়েই কোনও না কোনও খেলাকে বেছে নিক। কিন্তু প্রথম দুই মেয়ে ডাক্তারির দিকে মন দিয়েছিল। জারিন প্রথমে বেছে নিয়েছিলেন অ্যাথলেটিক্স। স্প্রিন্টে রাজ্য চ্যাম্পিয়নও হয়েছেন। তবে কাকার পরামর্শে বক্সিংয়ে আসেন। কাকা সামসামুদ্দিনের দুই ছেলেই ছিলেন বক্সার। ১৪ বছরেই যুব বিশ্ব বক্সিংয়ে জেতেন জারিন। গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। আর এবার দ্বিতীয়বারের জন্য জিতলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ।
পাশাপাশি, শনিবার লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিযোগী লুৎসাইখান আলতানসেতসেগকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন নীতু। ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন সুইটি বোরা। লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে তিনি হারান চীনের ওয়াং লিনাকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুইটি ভারতের সপ্তম বক্সার হিসাবে সোনা জেতেন।