পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল গোলাম রব্বানিকে। তাঁর বদলে এবার থেকে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব সামলাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গোলাম রাব্বানিকে হর্টিকালচার দফতরের মন্ত্রী করা হয়েছে।
অর্থাৎ উদ্যানপালন দফতরের দায়িত্ব সামলাবেন তিনি। অন্যদিকে, সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন তাজমুল হোসেনই। উল্লেখ্য,ক’দিন আগে তৃণমূলের সংখ্যালঘু মুখ বদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজি নুরুল ইসলামকে সরিয়ে সেই পদে বসিয়েছিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের নেতা মোশারফ হোসেনকে। আর এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মুখে মন্ত্রিসভায় মমতার এই রদবদলের পদক্ষেপ স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
