সেই একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির। দলত্যাগের হিড়িক, গোষ্ঠীকোন্দল তো ছিলই। পঞ্চায়েত নির্বাচনের আগে বেহাল দশা সংগঠনেরও। পরিস্থিতি এমনই যে গ্রাম পঞ্চায়েত আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুত করতেই পারল না বঙ্গ বিজেপি। গ্রাম পঞ্চায়েতস্তরের আসনে তিনজন করে প্রার্থীদের নাম জেলা কমিটিগুলিকে জমা দিতে বলা হয়েছিল গত ২০ মার্চের মধ্যে। কিন্তু গেরুয়া শিবির সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতস্তরে ২৫ শতাংশ আসনেও এখনও সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা যায়নি।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে, তখন তিনজন করে প্রার্থী খুঁজতে শীর্ষ নেতৃত্বের নির্দেশ পালনে বিজেপি হিমশিম খেতে হচ্ছে জেলা কমিটিগুলিকে। সিংহভাগ বুথেই প্রার্থী পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বঙ্গ বিজেপিতেই। বাংলায় বিজেপির সংগঠনের কঙ্কালসার চেহারা নিয়ে চিন্তিত রাজ্য নেতারা। ২০ শতাংশ বুথেও সক্রিয় কমিটি হয়নি। তাই তড়িঘড়ি গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে বুথ সশক্তিকরণ অভিযান। রাজ্য নেতারা ছুটছেন বুথে বুথে। সাংসদ-বিধায়করা ঘুরছেন নিজেদের এলাকার বুথে।
গেরুয়া শিবির সূত্রে খবর, বুথে ঘুরতে গিয়ে সাংগঠনিক চেহারার যে ছবি উঠে আসছে তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে অশনি সংকেত দেখছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। ফলে সংগঠনের আসল ছবিটা যদি এই মুহূর্তে দিল্লীতে পাঠানো হয় তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের চরম ভর্ৎসনার মুখে পড়তে হবে। ফলে প্রতি বুথ থেকে একাধিক সম্ভাব্য প্রার্থীদের নাম কি করে পাঠানো সম্ভব হবে তা নিয়ে মাথায় হাত পড়েছে জেলা নেতাদের। দলীয় সূত্রে খবর, বুথ সশক্তিকরণ অভিযান চললেও খুব একটা লাভ হচ্ছে না। দলের বহু পুরনো নেতাকর্মীরা এখনও মাঠে নামেননি।