হাতে আর বেশিদিন নেই। চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেদিকে তাকিয়ে এপ্রিলের শুরুতেই পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যোগ দিতে পারেন বুথ ভিত্তিক কর্মী সম্মেলনেও। একই সঙ্গে দিঘায় হতে চলা জগন্নাথ মন্দিরের কাজও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। আসলে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ নজর দিয়েছে তৃণমূল৷ কারণ ওই জেলার ভূমিপুত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ফলে পূর্ব মেদিনীপুরে ভাল ফল করা পঞ্চায়েত ভোটে তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও যা গুরুত্বপূর্ণ৷
অন্যদিকে, পুরীর ধাঁচে এবার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দিঘায়। দিঘা রেল স্টেশনের কাছেই ভগি ব্রহ্মপুর মৌজায় কুড়ি একর উঁচু বালিয়াড়ি জায়গায় তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির। যার ফলে সৈকত ভ্রমণের সঙ্গেই মিলবে পূজার্চনার সুযোগও। উল্লেখ্য, ২০১৯ সালে দিঘায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করতে দিঘায় যান মুখ্যমন্ত্রী। সেসময় মন্দিরের নকশা দেখিয়ে ঘোষণা করেছিলেন, ‘আর একটা জগন্নাথ মন্দির করে দেব। পর্যটন কেন্দ্রে ধর্মীয় স্থান থাকে। রিলিজিয়স ট্যুরজিমও হয়।’ এর পর ২০২২ সালে ভূমিপুজো করে শুরু হয় মন্দির তৈরির কাজ। রাজ্য সরকারি সংস্থা হিডকো এই মন্দির তৈরির কাজ করছে। শীঘ্রই এই কাজ শেষ হবে বলে জানিয়েছে সংস্থা।
