উদয়ন গুহর পর এবার শোভনদেব চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর পর এবার বাম আমলের নিয়োগ ‘দুর্নীতি’ নিয়ে সোচ্চার মমতা মন্ত্রিসভার আরও এক গুরুত্বপূর্ণ সদস্য। প্রয়োজনীয নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে বহু কলেজে বেআইনিভাবে অধ্যাপকদের নিয়োগ করা হয়েছিল বলে দাবি বর্ষীয়ান তৃণমূল নেতার।
তিনি বলেন, ‘বাম আমলে পলিটেকনিক কলেজগুলিতে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ করা হয়। প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে বেআইনি নিয়োগ হয়। আমার কাছে তথ্য-প্রমাণ আছে। মন্দিরের পুরোহিত চোর হলে দেবতা চোর হয় না। অপবিত্রও হয়ে যায় না। তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা যিনি তাঁকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় চোর নন।’ দলনেত্রীর পাশে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এবার পাল্টা বামেদের বিরুদ্ধেই তোলপাড় ফেলা অভিযোগ সামনে আনলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
এর আগে রাজ্যের আর এক মন্ত্রী উদয়ন গুহও বাম আমলের নিয়োগ ‘দুর্নীতি’র অভিযোগ তুলেছিলেন। সিপিএমের সময়ে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে নিজের প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তুলেছিলেন উদয়ন। বাম আমলে রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। ফরওয়ার্ড ব্লকের নেতা কমল গুহ উদয়ন গুহর বাবা।