সামান্য মানহানির মামলায় ২ বছরের জেল! রাহুল গান্ধীর কারাদণ্ড এবং সাংসদ পদ বাতিলকে অহেতুক বলেই মনে করছেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। তিনি বলছেন, কেন্দ্রের উচিত ছিল বড় মন দেখিয়ে রাহুলের সাংসদ পদ বাতিল না করা।
সব চোরের পদবি মোদি কেন হয়? ২০১৯ সালের এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে সুরাটের আদালত। প্রশান্ত কিশোর বলছেন, ‘ভোটপ্রচারের উত্তেজনায় এমন অনেক কথাই বলা হয়। সব নেতানেত্রীই বলে থাকেন। বিচারব্যবস্থার উপর আস্থা রেখেই বলছি, এই সামান্য মন্তব্যের জন্য অহেতুক বেশি শাস্তি পেয়ে গিয়েছেন রাহুল গান্ধী। আইন বিশারদ না হলেও আমি যতটুকু বুঝেছি, এটা একটা মানহানির মামলা। আর এই মামলায় ২ বছরের জেলটা একটু বাড়াবাড়ি’।
এখানেই শেষ নয়, পিকে বলছেন, কেন্দ্র সরকারেরও উচিত ছিল আরেকটু বড় মন নিয়ে ব্যাপারটা ভাবা। রাজনৈতিক পরামর্শদাতার মতে, বিজেপি এখন কেন্দ্রে ক্ষমতায়। তাই বড় মনের পরিচয় দেওয়ার দায়টাও ওদের। আমি জানি, ওরা এখন বলবে আইন মেনেই সবটা হয়েছে। কিন্তু আমি অটলবিহারী বাজপেয়ীর বক্তব্য মনে করিয়ে দেব। তিনিই বলেছিলেন, ছোট মন নিয়ে কোনও মহান কাজ করা যায় না।