রাজ্য–রাজনীতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি এখন বড় চর্চার বিষয়। সামনে চলে এসেছে এই দুর্নীতির বীজ বপন হয়েছিল বামফ্রন্ট সরকারের জমানায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি থেকে শুরু করে ক্যাগ রিপোর্ট সামনে আনা হয়েছে। তার মধ্যেই এবার নিয়োগ দুর্নীতি নিয়ে বাম আমলের দিকে বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।
আজ, শনিবার বামফ্রন্ট আমলের চাকরি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নিয়োগ দুর্নীতির জন্য সরাসরি দায়ী করলেন নিজের বাবা কমল গুহকে। বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। তাঁর দাবি, যোগ্যতা না থাকা সত্ত্বে চাকরি পাওয়া ১০০ জনের তালিকা রয়েছে। বাম আমলে ‘কোটার চাকরি’ সিপিএম–ফরওয়ার্ড ব্লক ভাগাভাগি করে নিত। আর সেখানে তাঁর বাবা কমল গুহও জড়িত ছিলেন। এই অভিযোগ করার সঙ্গে সঙ্গে গোটা নিয়োগ দুর্নীতির মোড় এখন ঘুরে গেল।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এই নিয়োগ দুর্নীতিতে সিপিএমকে দায়ী করেছেন। আবার তাঁর বাবা কমল গুহর অবস্থানও স্পষ্ট করেছেন। যা নিয়ে আজ রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। উদয়ন গুহ বলেন, ‘দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।’
এদিন কোটার চাকরি নিয়ে সরব হন দিনহাটার বিধায়ক। তাঁর কথায়, ‘বাম আমলে কোটার চাকরি হয়েছে। তখন আমি ফরওয়ার্ড ব্লক করতাম। আমার বলতে কোনও অসুবিধা নেই, চাকরি ভাগ হতো। সিপিএম সব থেকে বেশি অংশ পেত। জেলার দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ফরওয়ার্ড ব্লকও চাকরি পেত। বাকি অংশ সিপিআই এবং আরএসপি’র মধ্যে ভাগ করে দেওয়া হতো। আমি ১০০ জনের নাম এমনিই বলতে পারব, যাঁরা কোটায় চাকরি পেয়েছেন। যে সারাদিন দল করত, তাঁর স্ত্রীয়ের চাকরি দল করে দিত। এটা কী কোনও দুর্নীতি নয়?’