এবার ভ্যাপসা গরম থেকে রেহাই মেলার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। জানান হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড়-বৃষ্টির স্পেল। তবে আজ বিকেল পর্যন্ত তাপমাত্রা বাড়বে। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশই থাকবে দিনভর। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু হবে রাজ্যে। যা বুধ-বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিশেষত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাকি সমতলের জেলা সহ উত্তরে আজ মূলত পরিষ্কার আবহাওয়া। সামান্য বাড়বে তাপমাত্রা। কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি থেকে এক ধাক্কায় বেড়ে ২৬ ডিগ্রি হয়েছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি থেকে বেড়ে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। আজ তা আরও বেড়ে ৩৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে চলেছে।
