মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে থাকেন এগিয়ে বাংলা। সেই দাবি যে মোটেও ভ্রান্ত নয় এবার ফের মিলল তার প্রমাণ। এবার সমগ্র শিক্ষা মিশনে ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’ পাচ্ছে এ রাজ্যের বাঁকুড়া জেলা। কেন্দ্রীয় সরকারের তরফে সম্প্রতি বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ারকে এই পুরস্কারপ্রাপ্তির কথা জানানো হয়েছে।
‘প্রোমোটিং কোয়ালিটি এডুকেশন ইউথ অ্যান্ড ইক্যুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট’ ক্যাটেগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অর্থাৎ ক্লাসরুমে শিক্ষাদানের অভিনব পদ্ধতি উদ্ভাবনের জন্য এই পুরস্কার পাচ্ছে বাঁকুড়া জেলা প্রশাসন। ‘কফি টেবিল বুক’-এ রাঙামাটির জেলার এই সাফল্যের কাহিনি মলাটবন্দি করার জন্য জেলাশাসকের থেকে ১২০০-১৫০০ শব্দের একটি লেখাও চেয়ে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সমগ্র শিক্ষা মিশনে দেশের সেরা জেলাগুলিকে ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়। যে সাফল্যের কাহিনিগুলিকে মলাটবন্দি করে প্রকাশিত হয় ‘কফি টেবিল বুক’-এ। এবার মলাটবন্দি হবে বাংলার বাঁকুড়া।