আশঙ্কা আগেই ছিল। হয়েছেও তাই। শুক্রবারই খারিজ হয়ে গিয়েছে রাহুল গান্ধীর সাংসদ পদ। আর তারপরই গর্জে উঠলেন রাহুলের বোন তথা দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি প্রশ্ন তুললেন, প্রধানমন্ত্রীজির ‘চামচারা’ এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। অথচ মোদি সংসদে কাশ্মীরি পণ্ডিতদের অপমান করেছেন। কিন্তু তাঁকে আদালত কোনও সাজাও শোনায়নি। এবং তাঁর সাংসদ পদ খারিজও হয়নি।
টুইটারে ক্ষোভ উগরে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রধানমন্ত্রীজি, আপনার চামচারা এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। আপনার এক মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন রাহুল গান্ধীর বাবা কে? কাশ্মীরি পণ্ডিতদের প্রথা মেনে এক ছেলে বাবার মৃত্যুর পরে পাগড়ি পরেছিলেন। নিজের পরিবারের পরম্পরা বজায় রেখেছিলেন। অথচ ভরা সংসদে আপনি তাঁর পরিবার ও সমগ্র কাশ্মীরি পণ্ডিত সমাজকে অপমান করে প্রশ্ন করেছিলেন, তিনি নেহরু পদবি কেন ব্যবহার করেন না। কিন্তু এজন্য আপনার কোনও বিচারক দু’বছরের সাজা শোনায়নি। আপনার সাংসদ পদও খারিজ হয়নি।’
এর পাশাপাশি প্রিয়াঙ্কার দাবি, রাহুল গান্ধী এক সত্যিকারের দেশভক্তের মতোই আদানির ‘লুঠ’ প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। নীরব মোদি ও মেহুল চোক্সির কথাও বলেছিলেন। এ প্রসঙ্গে মোদীর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘আপনার বন্ধু গৌতম আদানি কি দেশের সংসদ ও ভারতের জনতার থেকেও বড়, যে তাঁর লুঠ নিয়ে প্রশ্ন তুললে আপনি মরিয়া হয়ে উঠলেন?’ পাশাপাশি কংগ্রেসকে ‘পরিবারবাদী’ বলে বিজেপির তোপ দাগা প্রসঙ্গেও পালটা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘এই পরিবারই দেশের গণতন্ত্রকে নিজের রক্ত দিয়ে গড়ে তুলেছে।’