কর্ণাটক বিধানসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন এইচডি কুমারস্বামী। বিধানসভা ভোটের প্রচারে পঞ্চরত্ন যাত্রা করছেন কুমারস্বামী। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। গতকাল, শুক্রবারের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। গত সপ্তাহের শুক্রবার অখিলেশ, গত বৃহস্পতিবার নবীন পট্টনায়কের পর গতকাল শুক্রবার বিকেলে কুমারস্বামী বৈঠক করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে।
২০১৯ সালের ১৯ জানুয়ারির পর ফের কলকাতায় পা রেখেছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে তিনি অত্যন্ত খুশি তা নিজেই ট্যুইট করে জানিয়েছেন কুমারস্বামী। উল্লেখ করেছেন তাদের দুই পরিবারের দীর্ঘ দিনের পরিচিতির বিষয়কে। চা-সিঙ্গাড়া-মিষ্টি সহযোগে বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়, কুমারস্বামীকে বলেছেন, বিজেপিকে হারাও। আগামী এপ্রিল মাসেই কর্ণাটক বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে মমতার সমর্থন পেতেও আবেদন করেন তিনি। ২০১৯ সালের ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূলের ‘ইউনাইটেড ইন্ডিয়া’-র স্লোগান দিয়ে যে সমাবেশ হয়েছিল তাতেও হাজির ছিলেন এইচ ডি কুমারস্বামী।
গত সপ্তাহের শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠক করতে এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গত, বৃহস্পতিবার ভুবনেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়কের সঙ্গে। গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা হোক, সেখানেই বার্তা দেন দু’পক্ষ। ঠিক তার পরের দিন কলকাতায় নিজের বাসভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামীর সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।