প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। তিন বছর আগেই চীনা অ্যাপ টিকটককে তিন বছর আগে নিষিদ্ধ করেছে কেন্দ্র। কিন্তু দেখা যাচ্ছে, কোটি কোটি ভারতীয়ের তথ্য তিন বছর পরেও ওই চীনা সংস্থার কাছে থেকে গিয়েছে। এমনই বিস্ফোরক দাবি করছে ফোর্বস, যা ঘিরে ইতিমধ্যেই শোরগোল ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, টিকটকের মূল সংস্থা বাইটডান্সের যে কেউ ইচ্ছে করলেই সে’সব তথ্যে উঁকি দিতে পারবেন। এখন ভারতে ওই অ্যাপ্লিকেশনটি নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ হওয়ার ছিল দেশে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৫ কোটিরও বেশি।
জানা গিয়েছে, এত বিপুল সংখ্যক ভারতবাসীর তথ্য যে চীনের হাতে রয়েছে, সে বিষয়ে মোদী সরকারের কোনও ধারণাই নেই। ফোর্বস রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই সংস্থার কোনও ব্যক্তি চাইলেই সেই তথ্যভাণ্ডার নেড়েচেড়ে দেখতে পারেন। তারকা থেকে শুরু করে আম জনতা, সকলের অ্যাকাউন্ট দেখার সুযোগ রয়েছে তাদের হাতে। যা স্বাভাবিকভাবেই অত্যন্ত আশঙ্কাজনক।