আজ, শুক্রবার কালীঘাটে বীরভূমের নেতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সে বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হল যে, বীরভূম জেলা তৃণমূল সভাপতির পদে কোনও পরিবর্তন হচ্ছে না। বীরভূমের সংগঠনের রাশ নিজের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। জেলার নেতানেত্রীদের মধ্যে সমন্বয় রক্ষার ভার দেওয়া হয়েছে বিকাশ রায়চৌধুরীর কাঁধে।
পাশাপাশি, জেলার কোনও বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অধিকারও একমাত্র বিকাশকেই দিয়েছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, এদিনের বৈঠকে বীরভূমের দলের অন্তর্কলহ নিয়েও আলোচনা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে সকলকে যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, স্পষ্টতই তা জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।