হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এবার একই পরিণতি ঘটল মার্কিন শিল্পপতি জ্যাক ডরসির। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই তাঁর সম্পদের পরিমাণ হুহু করে কমতে শুরু করল। জানা গিয়েছে, ব্লক ইনকর্পোরেশন সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক ৫০ কোটি ডলারের সম্পত্তি খুইয়েছেন। কয়েকদিন আগেই সংস্থার বিরুদ্ধে গবেষণার রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ। তারপরেই ২২ শতাংশ শেয়ার পড়ে যায় সংস্থাটির। হিন্ডেনবার্গ রিপোর্টে দাবি করা হয়েছে, ব্লক ইনকর্পোরেশন বেআইনিভাবে গ্রাহকের সংখ্যা বাড়িয়েছে। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে সংস্থার গ্রাহক সংখ্যা বাড়ানো হয়েছিল। সমস্ত বিষয়টির সঙ্গে জড়িত ছিলেন ব্লক ইনকর্পোরেশন সংস্থার শীর্ষ আধিকারিকরা। তাঁদের নির্দেশেই সমস্ত বিষয়টি পরিচালিত হত বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গ্রাহকদের সংখ্যা বাড়িয়ে বিনিয়োগকারীদেরও প্রতারণা করেছেন জ্যাক ডরসি – এমনটাই দাবি হিন্ডেনবার্গের। নিজেদের সংস্থাকে জনপ্রিয় হিসাবে তুলে ধরে আরও বেশি বিনিয়োগ টেনে আনতেন ডরসি। সেই জন্যই ব্লক ইনকর্পোরেশনের শেয়ারের পরিমাণ খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে বেড়ে যায়। কোম্পানির শেয়ার বিক্রি করেও প্রচুর মুনাফা লাভ করেন ডরসি। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ২২ শতাংশ পড়ে যায় ডরসির কোম্পানির শেয়ার। ব্যক্তিগত ভাবেও জ্যাকের সম্পত্তি ১১ শতাংশ কমেছে, এমনই দাবি ব্লুমবার্গের ইন্ডেক্সের।
