আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে রমজান মাসের উপবাস। টুইটারে রমজান মাসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই রমজানের শুরুতে শুভেচ্ছা জানান তাঁরা। সকলের সুস্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা ও অভিষেক। এদিন টুইটারে অভিষেক লিখেছেন, “শুভ রমজান। পবিত্র মাসটিতে সকলের কল্যাণের জন্য কাজ হোক, ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।”
উল্লেখ্য, রমজান মাসে রোজ সন্ধ্যা নাগাদ ইফতারের আয়োজন হয়। যাঁরা রোজা রাখেন, তাঁরা সারা দিনের উপবাস ভেঙে খাওয়াদাওয়া সেরে নেন ওই সময়ে। ইফতার উপলক্ষে বিভিন্ন এলাকায় জমায়েত দেখা যায়। তা ছাড়া তারাবি নমাজ উপলক্ষেও মসজিদে মসজিদে জড়ো হন অগণিত মানুষ।