কলকাতায় গেলে অবশ্যই মিষ্টি দই এবং সন্দেশ চেখে দেখবেন। বাংলার সব দলের সাংসদদের সঙ্গে রাষ্ট্রপতির প্রাতরাশ বৈঠকে এবার দ্রৌপদী মুর্মুকে এমনই পরামর্শ দিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, দ্রৌপদী রাষ্ট্রপতি হওয়ার পরে এই প্রথম বাংলার সাংসদদের সঙ্গে মিলিত হলেন।
সংসদ অধিবেশন চলায় দিল্লীতেই রয়েছেন সাংসদেরা। আজ সকাল সাড়ে ৯টার সময় বাংলার তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সাংসদেরা রাষ্ট্রপতি ভবনে পৌঁছন। প্রবীণ সাংসদ হওয়ার কারণে সুদীপের সঙ্গে বসে পৃথক ভাবে একটু আলাপচারিতা করেন রাষ্ট্রপতি। পরে তাঁরা একই টেবিলে খেতে বসেন। টেবিলে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবও। ওই চা-চক্রেই দ্রৌপদী জানান, তিনি আগামী ২৭ তারিখ দু’দিনের জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছেন। যাওয়ার কথা রয়েছে শান্তিনিকেতনেও। এরপরই সুদীপ তাঁকে বলেন, কলকাতায় গেলে অবশ্যই মিষ্টি দই খেতে। সেই সঙ্গে তাঁর মুখে বাংলা এবং উড়িষ্যার রসগোল্লার তুলনার কথা শুনে হেসে ফেলেন রাষ্ট্রপতি।
