প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর নাম। বৃহস্পতিবার আলিপুর আদালতে ঢোকার মুখে বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। অনৈতিক কাজ করতে পারেন না বলেও দাবি তাঁর।
প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কার বলছি। আজকে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন। তাঁরা কী করেছেন?’ এরপরেই পার্থ বলেন, ‘২০০৯-১০ সালে উত্তরবঙ্গে কী করেছিলেন। সেই সময়কার সিএজি রিপোর্ট পড়ুন।’ ২০০৯-১০ সাল মানে বাংলায় বাম জমানা। মনে করা হচ্ছে পার্থর এই তির সুজনের দিকেই।
পার্থ এরপর আরও বলেন, ‘২০১১-১২ সালে আমার কাছে তদ্বির করা হয়েছিল। আমি পরিষ্কার বলেছিলাম, আমি নিয়োগ কর্তা নই। কোনও নিয়োগ আমি বেআইনিভাবে করতে পারব না।’ এরপরেই সুনির্দিষ্টভাবে শুভেন্দুকে নিশানা করেন পার্থ। তিনি বলেন, ‘শুভেন্দু কী করেছিলেন? সেই সময়কার ডিপিএসসিটা একবার দেখুন না!’
ডিপিএসসি হল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এদিন কোনও নির্দিষ্ট জেলার নাম করেননি পার্থ। তবে অনেকের মতে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পূর্ব মেদিনীপুরকেই ইঙ্গিত করতে চেয়েছেন। তৃণমূল এই অভিযোগ করছিলই। এদিন পার্থ যেন দলের কথাই আরও ঝাঁঝালভাবে বললেন।