মোদী জমানায় একদিকে যেমন বারবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে রাজ্য। তেমনই একাধিক বার বাংলা ও বাঙালিকে অপমান করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবার সেই তালিকায় নয়া সংযোজন হল চৈত্রে নববর্ষ পালন! হ্যাঁ, এই ভরা চৈত্রেই নববর্ষ পালন করেছেন বঙ্গের গেরুয়া নেতারা। ২২ মার্চ হিন্দুদের জন্য পবিত্র দিন বলে মনে করে রাজ্য বিজেপি নববর্ষ পালন করবে। কারণ তা ছিল শুক্ল পক্ষের প্রতিপদ তিথি। এই দিনের ঐতিহাসিক গুরুত্বের কথা রাজ্যে রাজ্যে ঘটা করে প্রচার করে গেরুয়া শিবির তথা সঙ্ঘ পরিবার। এবার তা থেকে বাদ গেল না বাংলাও। গতকাল কলকাতায় একগুচ্ছ কর্মসূচি নিয়েছিল তারা।
গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়, ব্রহ্মপুরাণ অনুযায়ী এই তিথিতেই নাকি প্রজাপতি ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছিলেন। সে কারণে এই দিনটি পৃথিবীতে কালগণনার প্রথম দিন। এই বিশেষ দিন থেকেই কুরুক্ষেত্র যুদ্ধ শেষে যুগাব্দ গণনা শুরু হয়েছিল। এবার যেমন শুরু হয়েছে ৫১২৫ যুগাব্দ। আবার এই তিথিতেই নাকি উজ্জয়িনীর সম্রাট শকদের তাড়িয়ে ‘শকারি বিক্রমাদিত্য’ উপাধি গ্রহণ করেছিলেন। আজকের দিনেই বিক্রমাব্দের প্রবর্তিত হয়েছিল। এবার ২০৮০ বিক্রমাব্দের সূচনা হবে। শুধু তাই নয়। এই তিথিতে সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলীরাম হেডগেওয়ারের জন্ম হয়েছিল। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি নববর্ষের বুলি আউড়ে আম জনতাকে দিয়ে সঙ্ঘ নায়কের জন্মদিন পালন করাচ্ছে বিজেপি?