“ধরব ধরব করছি, তবু ধরতে পারছি না”। খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে নিয়ে এমনই নাস্তানাবুদ অবস্থা পাঞ্জাব পুলিশের। সেই শনিবার থেকে মেগা অপারেশন শুরু করেছে তারা। কিন্তু বৃহস্পতিবার সকাল পৌনে ন’টা পর্যন্ত তাকে ধরা যায়নি।
বুধবার একটি ছবি সামনে এনেছিল পাঞ্জাব পুলিশ। যেখানে দাবি করা হয়েছিল, একটি গুরুদ্বার থেকে বেরিয়ে বাইকের পিছনে বসে যাচ্ছে অমৃতপাল। বৃহস্পতিবার আবার একটি ছবি সামনে এল। যেখানে দেখা যাচ্ছে একটি তিন চাকা মোটর ভ্যানে অমৃতপালও একজন বসে। সঙ্গে রয়েছে একটি মোটরসাইকেলও।
এদিনই অমৃতপালের স্ত্রী কিরণদীপ কৌর ও তাঁর মাকে জেরা করছে পুলিশ। ইতিমধ্যেই অমৃতপালের নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে। পুলিশের সন্দেহ, অমৃতপাল দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। ছদ্মবেশেও থাকতে পারে বলে অনুমান পুলিশের। সে কারণে সম্ভাব্য সাত লুকের ছবিও প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ।