এবার সঙ্গীতশিল্পী সোনু নিগমের বাবার মুম্বইয়ের ফ্ল্যাটে চুরি! জানা গিয়েছে,সোনু নিগমের বাবা আগমকুমার নিগম পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটের ডিজিটাল লকার ভেঙে ৭২ লাখ টাকা চুরি হয়েছে। তাঁর সন্দেহ তাঁদেরই প্রাক্তন গাড়ি চালক এই ঘটনার সঙ্গে যুক্ত।
সঙ্গীতশিল্পীর বাবার গাড়ি চালাতেন রেহান নামের এক যুবক। নিগম পরিবারে আগে ড্রাইভারের চাকরি করতেন রেহান৷ পরে কাজ ছেড়ে দেন। আগমকুমারের অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের ওশিয়ারা থানার পুলিশ অভিযুক্ত রেহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৪৫৪ এবং ৪৫৭ ধারায় মামলা রুজু করেছে৷ এই ঘটনার পর থেকে অভিযুক্ত রেহান পলাতক৷
পুলিশকে সোনু নিগমের বাবা জানিয়েছেন, তাঁদের সোসাইটির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রেহান দু’দিন বড় ব্যাগ নিয়ে তাঁদের ফ্ল্যাটের দিকে যাচ্ছে৷ আগমকুমারের অভিযোগ, ডুপ্লিকেট চাবি দিয়ে তাঁর ফ্ল্যাটে ঢুকে বেডরুমের ডিজিটাল লকার থেকে ৭২ লক্ষ টাকা চুরি করেছে রেহান৷
রবিবার দুপুরে সোনু নিগমের বাবা তাঁর বোন নিকিতার বাড়িতে গিয়েছিলেন লাঞ্চের জন্য। বিকেলে ফিরে এসে তিনি তাঁর মেয়েকে ফোন করে জানান যে তাঁর প্রায় ৪০ লাখ টাকা চুরি হয়ে গিয়েছে। এই টাকাটা তিনি একটি কাঠের আলমারির ডিজিটাল লকারে রেখেছিলেন।
এরপর দিন তিনি যখন তাঁর ছেলের বাড়িতে যান ভিসা সংক্রান্ত কাজের জন্য তখন বিকেলে ফিরে এসে দেখেন আরও ৩২ লাখ টাকা নেই লকারে। আগমকুমার এবং নিকিতা যখন এরপর তাঁদের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করেন তখন দেখেন দু’দিনই তাঁর অবর্তমানে রেহান সেই বাড়িতে এসেছিলেন ব্যাগ নিয়ে। ইইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক রেহানের খোঁজ করছে তারা।