আর কয়েকদিন। তারপরই পঞ্চায়েত ভোট। তার আগে পদ্মশিবিরে অব্যাহত কলহ। একের পর এক নেতার পদত্যাগ কমিটি থেকে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান সদর জেলার সহসভাপতি শ্যামল রায় পদ থেকে অব্যাহতি চাওয়ার পর এবার জেলা সভাপতির নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে পূর্ব বর্ধমান বিজেপির সদর জেলার কর্মকর্তা পদত্যাগ করলেন।
গত সোমবার সহ সভাপতি শ্যামল রায় পদত্যাগ করেন। তিনি পূর্ব বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ তা ও বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়ার নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে সরব হন। এরপর বুধবার দলের ৬ জন কর্মকর্তা পদত্যাগ করায় দল যে যথেষ্ট বিড়ম্বনায় তা কার্যত মেনে নিলেন জেলার শীর্ষ নেতৃত্ব। সদর জেলার মুখপাত্র সৌম্যরাজ ব্যানার্জী বলেন, ‘দলের মধ্যে বা কারো বিরুদ্ধে অভিমান বা অভিযোগ থাকতেই পারে। সেটা বাইরে না বলে দলের অভ্যন্তরে আলোচনা করে সমস্যা মেটানো উচিত’। তবে তিনি হাবেভাবে স্বীকার করেন পঞ্চায়েত ভোটের আগে এরকম ঘটনা দলের মধ্যে সমস্যা হবে।
বুধবার বিজেপি সদর জেলার আদিবাসী মোর্চার সাধারণ সম্পাদক ও রাজ্য কমিটির তপশিলি মোর্চার সদস্য রাজু পাত্র, সদর জেলার ৩২ নম্বর জেডপির অঞ্চল সভাপতি প্রফুল্ল ঘোষ,৩২ নম্বর জেডপির শক্তিকেন্দ্রের প্রমুখ গৌতম ঘোষ,সদর জেলা কমিটির সদস্য প্রদীপ মণ্ডল, সদর জেলার ৩২ নম্বর জেডপির ২০৮ নম্বর বুথ সভাপতি রানা দাস ও ৩২ নম্বর জেডপির তফসিলি জাতি কমিটির সভাপতি শিবু মালিক পদত্যাগ পত্র জমা দেন সামাজিক মাধ্যমে।