বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কেন্দ্রে ক্ষমতায় কে আসবে, তা নিয়ে লড়াই শুরু হয়ে গিয়েছে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে। সম্প্রতিই জল্পনা শুরু হয়েছে, জাতীয় স্তরের রাজনীতিতে তৈরি হচ্ছে এক নতুন শিবির, তৃতীয় ফ্রন্ট। অ-বিজেপি ও অ-কংগ্রেসি নেতৃত্বরাই এই শিবির গঠনের কাজে উঠেপড়ে লেগেছেন।
এই সমস্ত জল্পনার মাঝেই একাধিক বিরোধী দলের নেতৃত্বকে বৈঠক আহ্বান জানালেন এনসিপি নেতা শরদ পওয়ার। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার এই বৈঠকের ডাক দিয়েছেন প্রবীণ এনসিপি নেতা। নির্বাচন নিয়ে বিরোধী দলগুলির মতামত ও ইভিএমের কার্যকারিতা নিয়েই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, আজ মুম্বইয়ে নিজের বাসভবনেই একাধিক বিরোধী নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন। আজ সন্ধে ৬টায় এই বৈঠক হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতি সহ একাধিক বিজেপি বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোন কোন দলের নেতৃত্ব এই বৈঠকে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। তবে বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা এই বৈঠকে যোগ দিতে পারেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মুক্ত ও স্বচ্ছ নির্বাচন এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের কার্যকারিতা নিয়েই আলোচনার জন্য বৈঠকের ডাক দিয়েছেন শরদ পওয়ার। যদি বিরোধী দলগুলির ইভিএমের কার্যকাকরিতা নিয়ে কোনও প্রশ্ন বা সংশয় থাকে, তবে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জানানো হবে। বিরোধীদের অভিযোগ, ইভিএমে যেহেতু চিপ বসানো থাকে, তা সহজেই হ্যাক করা সম্ভব। সেই কারণে স্বচ্ছ ও মুক্ত নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের একসঙ্গে বৈঠকে বসা উচিত।