ব্যাঙ্ক থেকে শুরু করে প্রায় সমস্ত কাজেই এখন আধার কার্ড লিঙ্ক দেশবাসীর জন্য বাধ্যতামূলক হয়ে পড়েছে। ভোটার কার্ডের ক্ষেত্রে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে নিয়মটি কার্যকর করা হয়। এর মাঝেই মিলল বড়সড় স্বস্তির খবর। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা অনেকটাই বাড়াল কেন্দ্র। এই সময়সীমা ১লা এপ্রিল, ২০২৩ থেকে বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৪ করা হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের তরফে ২১ শে মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “কেন্দ্রীয় সরকার ১লা এপ্রিল ২০২৩ এর বদলে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়ে ৩১শে মার্চ, ২০২৪ করা হয়েছে”। ১২ই ডিসেম্বর পর্যন্ত, নির্বাচন কমিশন ৫৪.৩২ কোটি আধার নম্বর সংগ্রহ করেছে, যদিও ভোটার আইডিগুলির সাথে আধার লিঙ্ক করার প্রক্রিয়া এখনও শুরু হয়নি, ১৫ই ডিসেম্বর, ২০২২-এ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি তথ্যের অধিকার (আরটিআই) উত্তরে একথা জানিয়েছিল পোল প্যানেল।