আবহাওয়া পরিবর্তন হতেই গত এক মাসে দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। পাশাপাশি, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে শিশুরাও। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে দৈনিক সংক্রমণ।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে সংক্রমিত ১১৩৪ জন। অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ৭০২৬। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট পাঁচজনের। একজন করে মৃত্যু হয়েছে দিল্লী, ছত্তিশগড়, গুজরাট, মহারাষ্ট্র ও কেরলে। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৮১৩। অ্যাডিনো ভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার দাপটের মধ্যেই করোনা নতুন করে মাথাচাড়া দেওয়ায় দুশ্চিন্তা বাড়ছে।