ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল! হ্যাঁ, এবার এমনই ‘হযবরল’ হয়ে গেল আসামে। সেখানে এবার বিজেপির আইটি সেলের প্রাক্তন প্রধানের তৈরি আঞ্চলিক দল মিলে গেল কংগ্রেসের সঙ্গে! বিজেপির আইটি সেলের প্রথম তথা প্রাক্তন প্রধান ও প্রাক্তন জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য প্রদ্যুৎ বোরার তৈরি ওই দলের নাম ছিল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। সেই দলই যুক্ত হয়ে গেল কংগ্রেসের সঙ্গে। প্রদ্যুৎ বেরা, জানিয়েছেন আগামী ২০২৪এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য এটা প্রয়োজন ছিল। তাঁর কথায়, ‘আমাদের দল এলডিপি কংগ্রেসের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের দলের সর্বসম্মত সিদ্ধান্ত। আসলে একটি ঐক্যবদ্ধ বিরোধীদল গড়ে তুলতে হবে। যে ঘৃণা, অসত্যের বাতাবরণ গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে। এটা আমাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত।’
প্রসঙ্গত, বোরা সেন্ট স্টিফেন্স কলেজ এবং আইইএম আমেদাবাদের প্রাক্তন ছাত্র। ২০০৪ সালে তিনি পার্টির মিডিয়া সেলের সদস্য হিসাবে দলে যোগ দিয়েছিলেন। পরে ২০০৭ সালে বিজেপির আইটি সেলের জাতীয় কনভেনার হন। তিনি ছিলেন লালকৃষ্ণ আদবানি এবং রাজনাথ সিংয়ের ঘনিষ্ঠ। তবে আচমকাই ২০১৫ সালে তিনি দল ছেড়ে দেন। তাঁর অভিযোগ ছিল, একেবারে ব্যক্তিগতভাবে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হত দলে। তার বিরুদ্ধেই আওয়াজ তুলে তিনি দলত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও বোরা আঙুল তুলেছিলেন। দলত্যাগ করার পরেই তিনি এলডিপি তৈরি করেন। তবে সেই সময় তিনি বিজেপি বা কংগ্রেস কারোর সঙ্গে যোগাযোগ রাখতেন না। কিন্তু এবার কংগ্রেসের মিশে গেল সেই দল।