আগামী ২৪ এবং ২৮শে মার্চ দুটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে আর্জেন্টাইন ফুটবল দল। সোমবার আর্জেন্টিনায় পৌঁছেছেন লিওনেল মেসি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও আর্জেন্টিনা পৌঁছে গিয়েছেন। মার্তিনেসের সঙ্গে দেশে ফিরে গিয়েছেন অ্যাস্টন ভিলার সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়া। মেসিরা বন্ধুত্বপূর্ণ ম্যাচদুটি খেলবেন পানামা এবং কুরাকাওয়ের বিরুদ্ধে। কাতারে বিশ্বকাপ জেতার পর এই প্রথম আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিদের। বিশ্বকাপের পরই মেসি বলেছিলেন যে, বিশ্বজয়ী হিসাবে কিছু ম্যাচ খেলতে চান। সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি। তাই পানামার বিরুদ্ধে ২৪শে মার্চ নেমে পড়তে চাইছেন বিশ্বজয়ী তারকা।
প্রসঙ্গত, পিএসজির হয়ে সময়টা ভাল যাচ্ছে না মেসির। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছেন তাঁরা। ফ্রেঞ্চ কাপেও হেরে গিয়েছেন। ফরাসি লিগ ছাড়া আর কিছু জেতার সুযোগ নেই পিএসজির। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই রয়েছেন মেসিরা। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইলি ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়েছে। সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়েরের উপর ক্রমশ চাপ বাড়ছে। আগামী মরসুমে মেসিও ফরাসি ক্লাবে থাকবেন কি না, তা নিয়েও ঘনীভূত হয়েছে সংশয়।