মঙ্গলবার উড়িষ্যা সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগেই মমতার সঙ্গে বৈঠক করে গিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আর আজ, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করতে তাঁর রাজ্যে যাচ্ছেন মমতা। অর্থাৎ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে একটা বিরোধী মঞ্চ তৈরি হতে চলেছে। এই পরিস্থিতিতে উড়িষ্যা থেকে ফিরলেই আগামী শুক্রবার কালীঘাটে জনতা দল সেকুলারের নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠকে বসতে পারেন তৃণমূল সুপ্রিমো। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক শুরু হয়েছে। একে একে বৈঠক চলছে। অখিলেশ, নবীনের পর কুমারস্বামী বৈঠকে বসতে চলেছেন। এই রাজনৈতিক সমীকরণ নিয়ে গেরুয়াশিবিরের অন্দরেও আলোচনা হতে শুরু করেছে। কারণ দেশের সমস্ত বিরোধী দলগুলি যদি একসঙ্গে মাঠে নামে, তাহলে তা আটকানো খুব একটা সহজ হবে না। ইতিমধ্যেই এনডিএ ছেড়ে বহু দল বেরিয়ে গিয়েছে। সেখানে এই বিরোধী ঐক্য জোরালো হলে স্বাভাবিকভাবেই চাপে পড়বে বিজেপি।
উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে অখিলেশ যাদবের বৈঠক করে যাওয়ার ঘটনায় তা কার্যত স্পষ্ট। এবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের আমন্ত্রণ রক্ষা করতে ভুবনেশ্বর যাচ্ছেন মমতা। পাশাপাশি, কুমারস্বামী আসছেন কালীঘাটে। তারপর কে চন্দ্রশেখর রাও থেকে শুরু করে তেজস্বী যাদব, অনেকেরই পা রাখার কথা কলকাতায়। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে মোদী সরকারের বিরুদ্ধে ধরনায় বসার কথা জানান। আগামী ২৯ এবং ৩০শে মার্চ তিনি ধরনায় বসবেন। বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এবার বাধ্য হয়ে ১০০ দিনের কাজের টাকা পাঠিয়ে দিতে পারে কেন্দ্র।