এবার আচমকাই ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে অরুণাচল প্রদেশের মান্ডালা পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কপ্টারের ভগ্নাবশেষ উদ্ধার করছে ভারতীয় সেনা। কিন্তু এখনও নিখোঁজ দুই পাইলট।
এদিন সকাল ৯.১৫ নাগাদ মান্ডালার কাছে ভেঙে পড়ে সেনার চিতা কপ্টার। সেনা সূত্রে খবর, সীমান্ত এলাকায় রুটিন উড়ানের সময় ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী। কিন্তু পাইলটদের পাওয়া যায়নি। কী কারণে কপ্টার ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। সেনার তরফেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।