মোদী জমানায় দেশের সেনা-জওয়ানরা কি ভাল নেই? এবার এই প্রশ্ন উঠে গেল। জানা গিয়েছে, গত তিন বছরে ৪৩৬ জন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এমনই তথ্য সামনে এনেছেন। পাশাপাশি, রাজ্যসভায় তিনি বলেছেন, যে এটি বন্ধ করতে বিভিন্ন স্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রাসঙ্গিক ঝুঁকিগুলিকে চিহ্নিত করার পাশাপাশি তা প্রতিরোধের জন্য প্রতিকারমূলক ব্যবস্থার পরামর্শ দেওয়ার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কর্মী ও অফিসারদের মধ্যে সমন্বয় সাধন পাশাপাশি কাজের সময় এবং বিশ্রামের সময় তাদের পোস্টিংয়ের জায়গা ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। এক প্রশ্নের উত্তরে রাই বলেছেন, সিএপিএফ, আসাম রাইফেলস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) দ্বারা প্রদত্ত তথ্য অনুসারে, ২০২২ সালে ১৩৫ জন, ২০২১ সালে ১৫৭ জন এবং ২০২০ সালে ১৪৪ জন সেনাকর্মী আত্মঘাতী হয়েছিলেন।