বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই শিল্প গড়তে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্পায়নই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী পষ্টাপষ্টি বুঝিয়ে দিলেন, শিল্পের জন্য নেওয়া জমি বছরের পর বছর ধরে ফেলে রাখলে, সরকার তা ফেরত নিয়ে নেবে। জমি ফেলে রেখো ঘাস গজানো বরদাস্ত করা হবে না।
বাংলায় সিলিকন ভ্যালি কিংবা ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি নিয়ে অনেক শিল্প সংস্থা তা বছরের পর বছর ফেলে রেখেছে। শিল্প গড়া বা বিনিয়োগের নাম গন্ধ নেই। ওই সব জমি চিহ্নিত করার ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর বুধবার বিষয়টি আরও পরিস্কার করে বুঝিয়ে দিলেন তিনি।
গতকাল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক ছিল নবান্ন সভাঘরে। সেই বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। শিল্প সচিব তথা শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান বন্দনা যাদবকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, যারা এমন করছে তাদের সঙ্গে কথা বলুন। পরিস্কার করে জানিয়ে দিন সিলিকন ভ্যালিতে জমি দেওয়া হয়েছে শিল্প গড়ার জন্য, ঘাস গজানোর জন্য নয়। এমন হলে জমি ফেরত নিয়ে নেবে রাজ্য সরকার।
এর আগে রাজ্য সরকার ঠিক করেছিল শিল্পের জন্য নেওয়া জমিতে যদি শিল্পস্থাপন না হয়ে থাকে তাহলে তা মাটিসৃষ্টির কাজে ব্যবহার করা হবে। অর্থাৎ সেই জমিকে চাষযোগ্য করার চেষ্টা করা হবে। তাছাড়া নবান্নের ভাবনার মধ্যে আরও একটা বিষয় রয়েছে। তা হল, ওইসব জমিতে পাট্টা বিলি করে গরিব মানুষের বাসস্থান করে দেওয়া।