বুধবার নবান্নের সভাঘরে দেখা গেল রাজভবনের প্রাক্তন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের সভাঘরে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড’-এর বৈঠকে উপস্থিত ছিলেন নন্দিনী। ছিলেন আরও অনেকেই। সম্প্রতি বার্লিন থেকে বাংলার পর্যটন দফতরের তরফে নিয়ে আসা পুরস্কারটি মুখ্যমন্ত্রীরই হাতে তুলে দিলেন নন্দিনী। প্রসঙ্গত, নন্দিনীর পরে এখনও নতুন প্রধান সচিব পায়নি রাজভবন। কিন্তু এরই মধ্যে বার্লিন থেকে পর্যটন দফতরের হয়ে একটি পুরস্কার নিয়ে এসেছেন নন্দিনী। গত ৯ মার্চ বার্লিনে ‘ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স অ্যাসোসিয়েশন’ একটি অনুষ্ঠানে ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার’ পুরস্কারে ভূষিত করে বাংলাকে।
উল্লেখ্য, এদিন নবান্ন সভাঘরে বৈঠকের মাঝেই সেই পুরস্কারপ্রাপ্তির গৌরবের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনিই ডেকে নেন নন্দিনীকে। আর নন্দিনী ওই পুরস্কার সম্পর্কে বলতে বলতেই ইচ্ছাপ্রকাশ করেন যে, বার্লিন থেকে পাওয়া স্মারকটি তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চান। রাজি হয়ে যান মমতাও। বলেন, ‘‘ঠিক আছে। ওই স্মারক মুখ্যমন্ত্রীর সচিবালয়ে রাখা থাকবে।’’ তার পরেই মুখ্যমন্ত্রীর কাছে এসে স্মারকটি তাঁর হাতে তুলে দেন নন্দিনী।