এবার অল ইংল্যান্ড ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। তাইওয়ানের চৌ তিয়েন চেনকে হারিয়ে দিলেন তিনি। প্রথম রাউন্ডে সহজেই জিতলেন। তাইওয়ানের প্রতিপক্ষকে হারালেন স্ট্রেট গেমে। খেলার ফল ২১-১৮, ২১-১৯। এ দিন প্রি কোয়ার্টারে উঠেছেন এইচ এস প্রণয়ও।
উল্লেখ্য, ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় সিঙ্গলসে পঞ্চম স্থানে থাকা চেনকে হারালেন লক্ষ্য। ক্রমতালিকায় ১৯ নম্বরে রয়েছেন তিনি। নিজের থেকে ১৪ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস দেবে লক্ষ্যকে। স্ট্রেট গেমে জিতলেও হাড্ডাহাড্ডি লড়াই হল দু’জনের। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছিলেন না। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন ভারতীয় শাটলার।
প্রতিযোগিতার প্রি কোয়ার্টারে পৌঁছেছেন দুই ভারতীয় শাটলার। প্রণয়ের পরের ম্যাচ ১৬ই মার্চ। তিনি খেলবেন ইন্দোনেশিয়ার অ্যান্টনি জিনটিংয়ের বিরুদ্ধে। সেদিন ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন লক্ষ্য।