সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এবার তা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ধীরাজ ঠাকুর ও বিচারপতি বাল্মিকী মেনজেস জনস্বার্থ মামলা খারিজ করার পাশাপাশি মামলাকারীদের ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন।
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর স্ত্রী রশ্মি ঠাকরে এবং দুই আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে সিবিআই ও ইডিকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দুই ‘মোদী ভক্ত’ গৌরী ভিড়ে ও অভয় ভিড়ে। আবেদনকারীদের বক্তব্য ছিল, উদ্ধব, তাঁর স্ত্রী কিংবা দু্ই ছেলে কখনই নিজেদের পেশার কথা জানাননি। অথচ মুম্বইয়ের মতো বিলাসবহুল শহরের পাশাপাশি রায়গড় জেলায় কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁদের নামে। কোথা থেকে ওই সম্পত্তি এলো তা খুঁজে বের করতে সিবিআই, ইডিকে দিয়ে তদন্ত করানো হোক।
এ নিয়ে বম্বে হাইকোর্টে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়, আবেদনকারী গৌরী ভিড়ে ও অভয় ভিড়ের অভিযোগ পেয়ে রাজ্যের অর্থনৈতিক অপরাধ শাখা তদন্ত শুরু করেছে। কিন্তু গতকাল সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে বিচারপতি ধীরাজ ঠাকুর ও বিচারপতি বাল্মিকী মেনজেস বলেন, ‘এই ধরনের জনস্বার্থ মামলা বিচার প্রক্রিয়াকে অপমান ছাড়া আর কিছু নয়। আবেদনকারীরা তদন্তের জন্য চরকি পাকের মতো ছুটছেন।’ শুধু তাই নয়। ওই দুই আবেদনকারীকে ২৫ হাজার টাকা জরিমানাও করেন বিচারপতিরা।