এবার বিজেপি শাসিত গোয়ায় হেনস্থার শিকার পর্যটকরা। অভিযোগ, দ্বীপ রাজ্যের আঞ্জুয়ানায় স্প্যাজিও লেজার রিসর্টে পর্যটকদের ওপর ছুরি ও তলোয়ার নিয়ে চড়াও হয়েছেন দুষ্কৃতীরা। ওই ভয়াবহ কাণ্ডের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রবিবারের ওই ঘটনায় ৩ জন পর্যটক গুরুতর আহত হন। তারই মধ্যে একজন যতীন শর্মা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় তিনি অভিযুক্তদের নামও জানান। রয়স্টন ডিওয়াস, নাইরন ডায়াস এবং কাশিনাথ আগরওয়াড়েকরের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
যতীন জানান, তিনি ও তাঁর পরিবারকে আঞ্জুয়ানায় রিসর্টের বাইরে এই তিন ব্যক্তি আক্রমণ করে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, যতীনদের সঙ্গে থাকা কোনও মহিলা ঘটনা ঘিরে ব্যারক চিৎকার করছেন আতঙ্কে। যতীনের অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে ৩২৪ ধারায় মামলা দায়ের হয়েছে। যার ফলে খুব সহজেই অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবেন। অন্যদিকে, ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি কড়া পদক্ষেপ নেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সাওয়ান্ত জানান, ‘আমি পুলিশকে নির্দেশ দিয়েছি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।’
