বাংলা তথা ভারতের সঙ্গীত-আঙিনার প্রয়াত তিন কিংবদন্তিকে স্মরণ করে রবীন্দ্রসদনে আয়োজিত হচ্ছে ‘শ্রদ্ধাঞ্জলী’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। গানে গানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জানানো হবে। শনিবার সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। প্রয়াত গীতশ্রীর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি।
এদিন অনুষ্ঠানে গীতশ্রীকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রাণী সেন, মনোময় ভট্টাচার্য, জয়তী চক্রবর্তী-সহ অন্যান্যরা। তাঁদের মধ্যে ছিলেন নবীন প্রজন্মের দেবমাল্য, মেখলা, শোভনরাও। লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ীর স্মরণ অনুষ্ঠান রয়েছে রবিবার।