ফের মাথাব্যথা বাড়ল বঙ্গ বিজেপির। এবার দমদমের কঙ্কালকাণ্ড ও কালা জাদুর ঘটনায় জড়িয়ে গেল গেরুয়া-বিধায়কের নাম। অভিযোগ, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শ্যালক সঞ্জয় মণ্ডল চোরা শিকার চক্রের সঙ্গে যুক্ত। এই সঞ্জয় আবার দমদমের ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীর ব্যবসায়িক সহযোগী। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সৌরভকে। জানা গিয়েছে, সৌরভের স্ত্রী রাখিও এই ঘটনায় তাঁদের সহযোগী। বনদফতর আর পুলিশের হানা দেওয়ার মুহূর্তে অন্য গল্প ফেঁদে রাখি আত্মহত্যা করতে যান বলে অভিযোগ উঠেছে। আপাতত হাসপাতালে তিনি। পুরো ঘটনায় এই চক্রের মধ্যে বিগত একমাসে কী ধরনের কথাবার্তা হয়েছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারী দল। তার জন্য ধৃতদের সকলের মোবাইলের কললিস্ট উদ্ধারের চেষ্টা চলছে। গত এক-দু’বছরের গতিবিধিও প্রয়োজনে বের করা হবে বলে জানা গিয়েছে
প্রসঙ্গত, এই ঘটনায় চোরা শিকারের বড়সড় রহস্য সামনে আসবেই বলেই আশাবাদী বনদফতর। এমন একটি স্পর্শকাতর ঘটনায় বিজেপি বিধায়কের নাম সামনে আসায় তা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সঞ্জয়ের সঙ্গে তাঁর বিজেপি বিধায়ক জামাইবাবু স্বপনবাবুর কোনও যোগাযোগ আছে কি না, থাকলে তা কতটা গভীর, তাও খতিয়ে দেখা হবে। তার পরই প্রয়োজনমতো সেই ইস্যুতেও এগোনো হবে বলে জানা যাচ্ছে বনদফতর সূত্রে। বিজেপি বিধায়কের নাম যদি সত্যিই জড়িয়ে যায় এই ঘটনায়, সেক্ষেত্রে তা বড়সড় চাপানউতোর তৈরি করবে বলে মত রাজনীতির কারবারিদের। সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া দেখে নিয়ে তবেই তার ভিত্তিতে পদক্ষেপ হবে। চোরা শিকারের মতো ঘটনা আন্তর্জাতিক সমস্যা। সেক্ষেত্রে এই ঘটনার শিকড় কতদূর ছড়িয়ে, তার বিস্তারিত খতিয়ে দেখে তবেই এ নিয়ে সিদ্ধান্ত নেবে তদন্তকারী দল।