গত রবিবার রাতেই বোমার আঘাতে মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ার ৩০ বছরের যুবক সাকিব আখতারের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের গুলি চলল ইসলামপুর পুলিশ জেলায়। গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা মহম্মদ জাকির হোসেন ওরফে জাকির মাস্টার। ঘির্নিগাও গ্রাম পঞ্চায়েতের অঞ্চল যুগ্ম সভাপতি তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ চোপড়া থানার কোটগছ এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গুলিবিদ্ধ তৃণমূল নেতা জাকির মাস্টারকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন ডাক্তাররা। এরপরেই তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যান স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। কেন এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হল, বা কারা এই কাজ করল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
