ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, ডিএ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন রাজ্যপাল। সঙ্গে বার্তা, ‘আলোচনার মাধ্যমে যেকোনও সমস্য়ার সমাধান হয়’।
রাজ্যে বকেয়া ডিএ-র দাবি আন্দোলনের তীব্র হচ্ছে আরও। স্রেফ কর্মবিরতি বা ধর্মঘট নয়, ধর্মতলায় অবস্থান বিক্ষোভ ও অনশনে বসেছেন আন্দোলনকারীরা।
এদিন বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কী আলোচনা হল? সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে সরকারি কর্মচারীদের ডিএ-র বিষয়ে জানতে চান রাজ্যপাল। সিভি আনন্দ বোসের কাছে রাজ্যের অবস্থান ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাতেই ডিএ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন রাজ্যপাল।
এদিকে বকেয়া ডিএ-র দাবিতে আজ, শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন যৌথমঞ্চ। স্রেফ বেতন বা ছুটি কাটা নয়, অফিসে না এলে চাকরিতে সার্ভিস রেকর্ডও ব্রেক হবে! পাল্টা নির্দেশিকা জারি করেছে নবান্নও।