শেওড়াফুলি মাছ বাজারে গত তিরিশ বছর ধরে মাছ বিক্রি করেন সুকুমার হালদার। কাছেই নিমাইতীর্থ ঘাটে একটি ভাড়াবাড়িতে থাকেন। প্রতিদিন সকালে মাছ বাজারে এসে মাছ বিক্রি করেন তিনি। সেই সুকুমার আঁশ বটি নিয়ে বসে মাছ বিক্রি করছেন, এমনই একটি ছবি ভাইরাল হতেই এবার রীতিমতো অস্বস্তিতে পড়তে হল তাঁকে। কারণ সুকুমারের চেহারায় সাদৃশ্য রয়েছে অনুব্রত মণ্ডলের সঙ্গে! হ্যাঁ, গরু পাচার মামলায় দিল্লীতে নিয়ে গিয়ে অনুব্রতকে যখন জেরা করছে ইডি, তখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হাতে রীতিমতো ট্রোল হচ্ছেন সুকুমার।
মাছ বাজারে পা ছড়িয়ে বসে থাকা তাঁর ছবি পোস্ট করে অনেকে লিখেছেন, ‘কেষ্ট যখন রোগা ছিলেন!’ যার ফলে স্বাভাবিক ভাবেই বিড়ম্বনায় শেওড়াফুলির এই মাছ বিক্রেতা। নিজের প্রতিদিনের লড়াইয়ের কথা জানিয়ে ক্ষুব্ধ সুকুমার বলেন, ‘যে বা যাঁরা এই কাজটা করেছে তাদের শাস্তি হওয়া দরকার। আমাকে না জানিয়ে এমন ছবি তুলেছে। মানুষ তাদের শাস্তি না দিলে ঈশ্বর দেবে।’ উল্লেখ্য, বেশ কিছু দিন আগে দুর্ঘটনায় পা ভেঙেছে সুকুমারের। চিকিৎসার বিপুল খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। বাড়ি বিক্রি করে এখন ভাড়ায় থাকতে হয়। তাই অনুব্রতর সঙ্গে তাঁর চেহারার মিল খোঁজায় বিরক্ত সুকুমারের স্ত্রীও। অনুব্রতর সঙ্গে মিল পেয়ে তাঁর স্বামীর ছবি ভাইরাল করেছে যারা, তাদের শাস্তি চান তিনি।
